Housekeeping Policy
Housekeeping Policy পরিষ্কার পরিচ্ছন্নতা নীতিমালা
সুষ্ঠ
ও সুন্দর কাজের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা নীতি অনুসরন করে। কোম্পানীর অভ্যন্তরিন স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই এই নীতিমালার উদ্দেশ্য।
- উৎপাদন ফ্লোর হতে সকল ধরনের ঝুট কাপড়ের টুকরা/ পলি/ কাগজের টুকরা নিয়মিত পরিষ্কার করে প্রাথমিকভাবে আলাদাভাবে নিদিষ্ট ড্রামে সংরক্ষণ করে পরবর্তীতে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা হয়।
- কোম্পানীর উৎপাদন ফ্লোর প্রত্যেকদিন পানি দিয়ে পরিষ্কার করা হয়। কোম্পানীর সকল সেকশনের ঝুল/ গ্লাস নিয়মিত পরিষ্কার করা হয়।
- সপ্তাহে একবার সকল উৎপাদন ফ্লোর, খাবার কেন্টিনের ফ্লোর, সকল সিঁড়ি ডিটারজেন্ট পাউডার দিয়ে ধৌত করা হয়।
- সকল সৌচাগার পরিষ্কার ও দূর্গন্ধমুক্ত রাখার জন্য প্রত্যেকদিন নিয়মিতভাবে ফিনাইল/ হারপিক দিয়ে পরিষ্কার করা হয়।
- শ্রমিক-কর্মচারীদের খাবার কেন্টিন প্রত্যেকদিন দুইবার খাবার গ্রহণের আগে এবং খাবার গ্রহণের পর নিয়মিতভাবে পরিষ্কার করা হয়।
সুস্থ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন নিম্নরুপ ব্যবস্থাপনার উপর গুরত্ব দিয়ে থাকে ঃ
- মেঝের অপ্রয়োজনীয় ময়লা সর্বদাই ক্লিনার দ্বারা পরিস্কার করানো হয় এবং প্রতিসপ্তাহে একবার জীবানু নাশক ও গুড়ো সাবান দিয়ে ধৌত করা হয়।
ক্ষতিকর বর্জ্য অপসারন পূর্বক পরিষ্কার পরিচ্ছন্ন কাজের পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিম্নোক্ত নীতি অনুসরন করে ঃ
- মেঝের অপ্রয়োজনীয় ময়লা সর্বদাই ক্লিনার দ্বারা পরিস্কার করানো হয় এবং প্রতিসপ্তাহে একবার জীবানু নাশক ও গুড়ো সাবান দিয়ে ধৌত করা হয়।
- উৎপাদন প্রক্রিয়া হতে যেসমস্ত কাপড়ের টুকরা, সুতা, ও অন্যান্য ময়লা আবর্জনা বের হয় তা প্রতিনিয়ত বেপজা মনোনীত প্রতিষ্ঠান / ঠিকাদারের মাধ্যমে অপসারন করা হয়।
- ব্যবহারকৃত ময়লা পানি, অন্যান্য ময়লা আবর্জনা প্রবাহিত হয়ে যাওয়ার মত যথেষ্ঠ ড্রেন এবং সেফটি টেংক-এর ব্যবস্থা আছে।
- সকল প্রকার বর্জ্য অপসারনের জন্য রেজিষ্ট্রার অনুসরন করা হয়।
মেশিন রক্ষনাবেক্ষন ব্যবস্থাপনার :
- প্রত্যেক মাসে নির্ধারিত তারিখে দায়িত্বপ্রাপ্ত মেকানিক মেশিন সমূহ চেকিং করে থাকে ।
- চেকিং এর তারিখ রেজিষ্ট্রারে এবং স্ব স্ব মেশিন কার্ডে লিপিবদ্ধ করা হয় ।
- নির্ধারিত চেকিং তারিখ ছাড়াও প্রয়োজন অনুযায়ী মেশিন সার্ভিসিং করা হয়।
- ত্র“টিপূর্ণ মেশিন উৎপাদন ফ্লোর হইতে সরিয়ে নেওয়া হয়।
- নিয়মিতভাবে মেশিনের মটর, সুইচ, ইত্যাদি পরীক্ষা করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন