Policy is the main keyword of a goal. It bears simple and short message. To implement the policy, we set the procedure and periodically evaluation to show the improvement of main goal. Bangla Policy shows different policy, procedure, HR format, HR policy, Garments policy of Bangladesh, Compliance book, Compliance Policy, EMS policy, Chemical Policy, Health and Safety Policy, Grievance policy and child labor policy. It has all documents of HR and Compliance Department.

BTemplates.com

এই ব্লগটি সন্ধান করুন

Blogger দ্বারা পরিচালিত.

BTemplates.com

About

Best Doona Stroller

 The Doona Stroller is a type of stroller that can be transformed into a car seat, combining both a stroller and a car seat in one product....

মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

Standard of Operating Procedure for Thermosol


SOP for Thermosol



thermosol dyeing

Dyeing Machine SOP: 

থার্মোসল মেশিন চালানোর নিয়মাবলী

মেশিন চালু করার আগে মেশিনের সকল উপাদান ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে তারপর মেশিন অপারেটর সুপারভাইজারের কাছ থেকে অনুমতি নিবে, কি নিয়মে মেশিন চালাতে হবে সুইং মেশিন ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে মেশিন চালানোর জন্য নিম্নের নিয়মাবলী অনুসরণ করতে হবে

  1. মেশিনের কিউরিং চেম্বারের তাপমাত্রা কাপড়ের কনষ্ট্রাকশন অনুযায়ী সেট করতে হবে
  2. কাপড়ের কনষ্ট্রাকশন অনুযায়ী পেশার সেট করতে হবে
  3. ডাই প্যাড ওয়াস করে কালার নিতে হবে
  4. ষ্ট্রিমার বক্সের ষ্ট্রিম ছাড়তে হবে
  5. ষ্ট্রিমার বক্সের তাপমাত্রা ১০০ ০ঈ  হয়েছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে
  6. ওয়াস সাইডের ক্যামিক্যাল বক্সে ক্যামিক্যাল ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে
  7. সব উপাদানগুলো ঠিক থাকলে মেশিন চালু করতে হবে

অপারেটরের দায়িত্ব কর্তব্যঃ

  1. সুপারভাইজারের নিকট হতে কাজ ভালভাবে বুঝে নিতে হবে
  2. কাজ সঠিকভাবে করার জন্য হেলপারদের বুঝিয়ে দিতে হবে
  3. মেশিন ঠিক আছে কিনা তা দেখতে হবে যদি কোন সমস্যা থাকে সঙ্গে সঙ্গে সুপারভাইজারকে অবহিত করে তা সমাধান করতে হবে
  4. মেশিনে হেলপার সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতে হবে
  5. মেশিন পরিস্কার রাখতে হবে
  6. যে রেসিপি অনুযায়ী কাপড় চালানো হচ্ছে তা ঠিক আছে কিনা দেখতে হবে
  7. নির্দিষ্ট রেসিপি অনুযায়ী ক্যামিক্যাল ঠিক আছে কিনা তা দেখতে হবে
  8. হেলপারদের নিয়ন্ত্রন করতে হবে এবং তাদের সাথে ভালো সম্পর্ক রেখে কাজের পরিবেশ ঠিক রাখতে হবে

 

Thermosol

সুপারভাইজারের দায়িত্ব কর্তব্যঃ

  1. সুপারভাইজারের সর্ব প্রথম দায়িত্ব হল মেশিনে যাদের নিয়ে কাজ করতে হবে তাদের নিয়ন্ত্রন করা এবং একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে আবদ্ধ রাখা
  2. মেশিন চালু করা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত কোথায় কি সমস্যা আছে তা পর্যবেক্ষন করা
  3. মেশিন চালানোর সময় কাপড়ের কালার এবং কাপড়ের গুনগতমান ঠিক আছে কিনা তা পর্যবেক্ষন করা যেমন কাপড়ের রিফঃয এবং ছঁধষরঃু  ঠিক আছে কিনা তা চেক করা 
  4. কাপড়ের সাথে সাথে ক্যামিক্যালের দিকে লক্ষ্য রাখা
  5. সুপারভাইজার মেশিন চলার সময় ঝধসঢ়ষব কাটা থেকে শুরু করে মেশিনের সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখবেন
  6. মেশিনের ৎপাদন কিভাবে সঠিক গুনগতমান ঠিক রাখা যায় সেদিকে লক্ষ্য রাখবেন
  7. মেশিনের ওয়াস সাইডে ক্যামিক্যাল আছে কিনা সেদিকে খেয়াল রাখা ওয়াশ মেশিনের প্রত্যেক চেম্বারের তাপমাত্রা ঠিক আছে কিনা তা চেক করা
  8. রেসিপি অনুযায়ী ক্যামিক্যাল আসছে কিনা তা পরীক্ষা করা

 

হেলপারদের দায়িত্ব কর্তব্যঃ

  1. সুপারভাইজার বা অপারেটরদের নির্দেশ ঠিকমত পালন করতে হবে
  2. এ্যাকসিডেন্ট সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে
  3. মেশিন পরিস্কার রাখতে হবে
  4. উপরস্থদের নির্দেশমত কাজ করতে হবে
  5. ভুল না করে দ্রুত কাজ করতে হবে
For more info of dyeing

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন