Anti Corruption
Anti-Corruption সততা ও স্বচ্ছতার নীতি
সততা ও স্বচ্ছতার (Anti-Corruption) ক্ষেত্রে নিন্মলিখিত নীতি মেনে চলা দরকারঃ
- কোম্পানীর নীতি অনুযায়ী যারা ক্রয়-বিক্রয়ের সাথে
জড়িত
তারা কোন ধরনের
উপহার,
আপ্যায়ন, ঘুষ
গ্রহন
বা
অন্যান্য সহায়তার বা পুরষ্কার গ্রহন
সমর্থন
করে
না।
- কোম্পানীর পক্ষ থেকে কমপ্লায়েন্স অডিটর বা অন্য কোন অডিটরকে অথবা সরকারী বা বেসরকারী সংস্থার কোন পরিদর্শককে কোন রকম ভুল তথ্য বা নথি দেয়া যাবেনা।
- কোম্পানী সম্পর্কিত কোন কাজের জন্যে কোন দ্রব্যমূল্য, ভাউচার, হোটেল ভাড়া, অফিস সময়ের পর খাবার বা বিনামূল্যে আহার, ভ্রমনের জন্য টিকিট ইত্যাদি দাবি বা গ্রহন করা সমর্থন করে না।
- কোম্পানী কোন অবস্থায় কোন প্রকার ঘুষ বা উৎকোচ লেনদেন করা হয় না বা সমর্থন করে না।
- কোম্পানীর কোন বিষয়ে ভিতরে বা বাহিরের কোন প্রকার উৎকোচ লেনদেন করা সমর্থন করা হয় না ।
- কোম্পানী মধ্যে যে
কোন
প্রকার
উৎকোচ
লেনদেন
করা
শাস্তিযোগ্য অপরাধ
বলে
বিবেচিত হবে এবং আইন আনুযায়ি ব্যাবস্থা নেয়া হবে।
উদ্দেশ্য:
- সকল কর্মীবৃন্দ সম্মিলিতভাবে সমন্বীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।
- এবিসি লিঃ এর সকল স্থায়ী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাবকন্ট্রাক্টর, সরবরাহকারীগণ এই নীতিমালা মেনে চলবেন।
- সকলে নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার মধ্য দিয়ে কোম্পানীর সম্পদের সুরক্ষা করবেন।
- এবিসি লিঃ এর সংশ্লিষ্ট সকল পক্ষ একটি নৈতিক ও আইনসীদ্ধ ব্যবসা পরিচালনার মধ্যে থেকে এই নীতির উদ্দেশ্য অর্জনের জন্য দায়িত্বশীল থাকবেন।
ক্ষেত্র:
- এই নীতি এবিসি লিঃ এর পুরো ব্যবসায়িক কার্যক্রমে এবং এর সম্প্রসারণে অনুসরনীয় হবে।
- এই নীতি এবিসি লিঃ এর সকল কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট সকল ব্যবসায়িক অংশিদারগণের জন্য অনুসরণীয় হবে।
কাঠামো:
- এবিসি লিঃ অনৈতিক কার্যক্রম রোধে এই নীতির প্রয়োগে নি¤œ লিখিত পন্থা অবলম্বন করে।
- শাস্তির পদ্ধতি:
- সকল প্রতারণা যথাযথ তদন্ত করা।
- এ ধরণের কার্যক্রম প্রমাণীত হলে যথাযথ আইনগত ব্যবস্থার অধীনে শাস্তির বিধান করা।
প্রতিরোধ কার্যক্রম:
- আইনসীদ্ধ ও নৈতিক ব্যবসায়িক কার্যক্রমের সব নৈতিক ও নিয়ন্ত্রক উপাত্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।
- কর্মীবৃন্দকে এই নীতির অনুসরণে তাদের নিজ দায়িত্ব সম্পর্কে জানাতে হবে যেন তারা সার্বক্ষনিক সচেষ্ট থাকে।
- এই নীতির বিষয়ে সকলকে তথ্য দিতে হবে যেন তারা এ বিষয়ে পুরোপুরি স্বচ্ছ ধারণায় থাকতে পারে।
- সার্বক্ষনিক কার্যকর পর্যবেক্ষণ করা।
উক্ত
পলিসি
অনুযায়ী প্রতিষ্ঠানের সকল
কর্মকর্তা ও কর্মচারী কে মেনে চলার জন্যে আনুরোধ করা হচ্ছে। এবং মনিটরিং করার
দায়িত্বে এডমিন,
এইচ
আর
এন্ড
কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট থাকবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন