Potential Conflicts of interest স্বার্থের দন্ধ
Potential Conflicts of interest স্বার্থের দন্ধ
স্বার্থের দন্ধ হল এমন একটি পরিস্থিতি যেখানে একজন ব্যাক্তি জড়িত থাকে একাধিক স্বার্থ, আর্থিক/ অন্য যে কোন স্বার্থ যা অন্যেও বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে আগ্রহের পরিসেবা দিতে পারে । সাধারনত, এটি এমন একটি পরিস্থিতির সাথে সম্পর্কিত যেখানে কোন ব্যক্তি তার (দায়িত্ব ও কর্তব্যের বাইরে) দায়িত্ব এবং কর্তব্য ব্যাতিরেকে কোন তৃতীয় পক্ষের সুবিধার জন্য নিয়ে থাকে ।
এক্ষেত্রে কোন শ্রমিক যদি কোন অভিযোগ প্রদান করে যা কিনা অভিযোগ প্রক্রিয়া পরিচালনাকারীর বিরুদ্ধে হয় বা তার কোন নিকটতম লোকের বিরুদ্ধে হয় তাহলে সে তার দায়িত্ব ও কর্তব্যের বাইরে সিদ্ধান্ত নিতে পারে এ বিষয়ে সচেতন থাকে, যাতে শ্রমিকরা সুষ্ঠ সমাধান পায় ।
Potential Conflicts of interest স্বার্থের দন্ধ
অভিযোগ বাস্তবায়নকারী দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ প্রথমে অভিযোগ ভালভাবে পর্যবেক্ষন করে দেখবে এবং সমাধান দিবে। যদি কোন সিদ্ধান্তে শ্রমিকের কোন আপিল থাকে সে নীতি অনুসারে পুনরায় আপিল করতে পারে । যদি বাস্তবায়নকারী কার ও বিরুদ্ধে কোন অভিযোগ আনে বা কারো স্বার্থে কোন সিদ্ধান্ত প্রদান করে তাহলে উক্ত বিষয়টি উর্দ্ধতম (ব্যবস্থাপনা পরিচালক/পরিচালক/ মহাব্যবস্থাপক -অপারেশন) সকল রিপোর্ট পর্যবেক্ষন করে সিদ্ধান্ত গ্রহন করেন যাতে Conflicts of interest বন্ধ করা যায় ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন